1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 6:57 am

এবার সিলেট নগরীর সিএনজি ভাড়ার প্রস্তাবিত তালিকা প্রকাশ সর্বনিম্ন ৫০

  • Update Time : Friday, December 5, 2025
  • 19 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরী সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ দিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ লক্ষ্যে প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তি আকারে এ তালিকা প্রদান করা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সিলেট নগরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের নিম্মিতে সিএনজি চালিত থ্রি হুইলার ভাড়ার হার পুণঃণির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রস্তুতকরণে নগরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবন্দসহ সর্বস্তরের সাধারণ জনগনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে নগরবাসীকেও মতামত প্রদানের আহ্বান জানিয়েছেন পুলি কমিশনার। মতামত পাঠানো যাবে ফোন, ই-মেইল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী সিলেট নগরের সিএনজিভাড়া সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। আর ঘন্টা ভিত্তিতে ভাড়ার জন্য প্রতিঘন্টা ১৫০ টাকা ও পরবর্তী প্রতি ৩০ মিনিট ৭৫ টাকা করে প্রস্তাব করা হয়েেছে।
এর আগে সিলেট নগরের রিকশা ভাড়ার খসড়া তালিকা প্র্রকাশ করেছিলো মহানগর পুলিশ।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী- বন্দরবাজার, কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্তর, দক্ষিণ সুরমা বাসটার্মিনাল, ওসমানী মেডিকেল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার পর্যন্ত ৬০ টাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা বাবনা পয়েন্ট ৭৫ টাকা, আখালিয়া, শাহজালাল ভার্সিটি, কুমারগাঁও বাসটার্মিনাল ৯০ টাকা, টুকেরবাজার, শাহজালাল ইউনিভার্সিটি গেইট, আখালিয়া, কুমারগাঁও বাস টার্মিনাল, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, টুকের বাজার ১২০ টাকা, মাসুক বাজার ১৫০, বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা ১৭৫, বটেশ্বর, পীরের বাজার ১৮০ টাকা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখ থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, আম্বরখানা পর্যন্ত ৬০ টাকা, কুমারগাও বাসটার্মিনাল, তেমুখি পয়েন্ট, টুকের বাজার ১০০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, বন্দরবাজার পর্যন্ত ৬০ টাকা, টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার ৭৫ টাকা,

বড়শলা, ক্যাডেট কলেজ, কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর, জালালাবাদ থানা ১২০ টাকা, সালুটিকর ১৫০ টাকা, লামাকাজী ১৮০ টাকা।

Manual5 Ad Code

হুমায়ুন রশিদ চত্তর থেকে ওসমানী মেডিকেল ১২০ টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ১৫০ টাকা।

রেলষ্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, জিতু মিয়া পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, সিলাম, মোহম্মদপুর, বলদী আলশপাশ এলাকা পর্যন্ত ৯০ টাকা, ওসমানী মেডিকেল, লামাবাজার, রিকাবীবাজার পর্যন্ত ১২০ টাকা, আম্বরখানা সুবিদবাজার, মাজারগেইট আশপাশ এলাকা ১৫০ টাকা, কুমারগাঁও, টুকেরবাজার ১৮০ টাকা। টুকেরবাজার, তেমুখি থেকে আম্বরখানা, সুবিদবাজার, লামাকাজী, মোঘলাগাঁও, শিবেরবাজার, পিটারগঞ্জবাজার পর্যন্ত ৯০ টাকা।

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, রাখালগঞ্জ বাজার, আনিলগঞ্জ ৯০ টাকা, ক্বীনব্রীজ, কদমতলী, বাসটার্মিনাল, হুমায়ুন রশিদ চত্তর আশপাশ এলাকায় ১২০ টাকা।

খালোমুখ থেকে কীনব্রীজ, কদমতলী, হুমায়ূন রশিদ চত্তর, কদমতলী বাসটার্মিনাল, রেলষ্টেশন পর্যন্ত ৯০ টাকা।

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট আশপাশ এলাকায় ৬০ টাকা, পাঁচমাইল, সিরাজ উদ্দিন চত্তর পর্যন্ত ৬০ টাকা, হেতিমগঞ্জ (মেট্রোপলিটন এলাকার বাহিরে) ১৫০ টাকা।

Manual2 Ad Code

শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় ১২০ টাকা।

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা, বাবনা পয়েন্ট) থেকে চন্ডিপুল, দক্ষিণ সুরমা থানায় ৬০ টাকা, জালালপুর, কলাবাগান পর্যন্ত ১২০ টাকা, বিশ্বনাথ (কামাল বাজার হয়ে) ১৮০ টাকা।

চন্ডিপুল থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, বন্দরবাজার, সুরমা পয়েন্ট, জিতুমিয়া পয়েন্ট, তালতলা, সোবহানীঘাট বাজার, উপশহর পয়েন্ট পর্যন্ত ৯০ টাকা, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল আশপাশ এলাকায় ১২০ টাকা।

জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদীপুর, সাদাটিকর, বুরহানউদ্দিন মাজার, কুশিঘাট পর্যন্ত ৭৫ টাকা, মুক্তিরচক, মীরেরচক/শাহপরাণ (রঃ) থানা গেইট, মুরাদপুর বাজার পর্যন্ত ১২০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর, শিবগঞ্জ পর্যন্ত ৫০ টাকা।

শাহী ঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা, জেলরোড পয়েন্ট ৬০ টাকা।

বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে টিলাগড় ৫০ টাকা, আম্বরখানা ৬০ টাকা।

Manual6 Ad Code

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৮০ টাকা।

Manual5 Ad Code

বিজ্ঞিপ্তিতে আরো বলা হয়েছে সিলেট শহরের জন্য ঘন্টা ভিত্তিতে সিএনজি ভাড়া প্রতি ঘন্টায় ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ (ত্রিশ) মিনিটের জন্য ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!