বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা বড়লেখা পৌর শহরের আওতাধীন ২নং ওয়ার্ড হাটবন্দ গ্রামের, মৃত তোফাজ্জল আলীর ছেলে, দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালিক বনাই মিয়ার ভাগনা বাবর হোসেন আপন এ-র অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা, সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত হাটবন্দ এলাকার বিভিন্ন পয়েন্টে তাদের কে বেশ কয়েকজন মিলে আড্ডা দিতে দেখা যায়, গত ১৪/০৫/২০২৫ ইং তারিখে রাত ১ টা ১০ মিনিটের সময় জেহীন সিদ্দিকীর বাসার ভাড়াটি মোহাম্মদ ইব্রাহিম নামক একজন হোটেল কর্মচারী, তার নিজের ভাড়াটিয়া বাসার সম্মুখে বসে দুজন মিলে আড্ডা দিচ্ছে, এই সময় বাবর হোসেন আপন কোথায় থেকে এসে, ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ শুরু করে, এতো রাতে এখানে কেন, কিসের জন্য, সেই জবাবে ইব্রাহিম বলেন আমার বাসার সামনে আমি দাঁড়িয়ে থাকা কি অপরাধ, এইটুকু বলার কারণে, বাবর হোসেন আপন অন্যায় মনে করে , তাকে চড় থাপ্পড় মারা শুরু করেন, বিষয়টি একদিন অতিবাহিত হলেও বাবর হোসেন আপন এ-র পক্ষ হতে কেউ কোন সমাধান দেইনি বলে, ইব্রাহিম আহমেদ আজ ১৫/০৫/২০২৫ ইং তারিখে নিজে বাদী হয়ে বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply