1. admin@sylheterkotha.com : admin :
August 13, 2025, 1:59 am
Title :
সিলেটে লেগুনা চুরি, মৌলভীবাজারে গ্রেপ্তার ২ পাড়া-মহল্লার সাধারণ মানুষই বিএনপির গণভিত্তি : ইমদাদ চৌধুরী কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় কয়েস লোদী সাদাপাথর সহ সিলেটের সকল পর্যটনকেন্দ্র রক্ষার দাবিতে সিলেট ট্যুরিস্ট ক্লাবের স্মারকলিপি প্রদান জালালাবাদ যুব ফোরামের যুব দিবসের আলোচনা সভায়-মুহাম্মদ ফখরুল ইসলাম শ্রীমঙ্গলে রেলওয়ের ভূমি থেকে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ সিলেটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ধানের শীষ হচ্ছে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক-খান জামাল গোয়াইনঘাটে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্কুলে দেওয়া হবে টাইফয়েডের টিকা, নিবন্ধন যেভাবে

  • Update Time : Monday, August 11, 2025
  • 6 Time View

সিলেটের কথা ::: দেশে প্রথমবারের মতো প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে প্রথম ১০ দিন এ টিকা দেওয়া হবে।

টিকা পেতে নিবন্ধন করতে হবে। এ ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর।

জানা গেছে, নিবন্ধন শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।

নিবন্ধনের জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে জন্মতারিখ দিতে হবে। পূরণ করতে হবে দিন, মাস ও বছরের ঘর। এরপর ইংরেজিতে লিখতে হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদ না থাকলে বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। এরপর পূরণ করতে হবে নারী না পুরুষ ঘরটি। তারপর একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে আবেদনকারীর সব তথ্য যাচাইয়ের মাধ্যমে পরের ধাপে যাওয়া যাবে।

পরের ধাপে আবেদনকারী মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানা না দিতে চাইলেও সাবমিট করা যাবে। সাবমিটের পর মোবাইল ফোনে আসা একটি ওটিপি দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে।

দ্বিতীয় ধাপে বাছাই করতে হবে টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্য থেকে যেকোনো একটি। টাইফয়েড অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে- শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সব শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু। এরপর পূরণ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পুরো ঠিকানা ও অধ্যায়ণরত শ্রেণির নাম। এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য আসবে। এরপর স্কুল সিলেক্ট করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত অপশনে গেলেও নিকটস্থ টিকাদান কেন্দ্র বাছাই করে নিতে হবে। এরপর সাবমিট করতে হবে। সাবমিটের পর ভ্যাকসিন কার্ড আসলে তা ডাউনলোড করতে হবে। এ কার্ড নিয়ে যেতে হবে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে।

ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং তাদের ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে। সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে।

ইপিআই কর্তৃপক্ষ জানায়, এক ডোজের ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews