স্পোর্টস ডেস্ক ::: নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল।
এদিন সাড়ে ১১টার দিকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। একই বিমানে দেশে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত উদ্যোগে এ ব্যবস্থা করা হয়। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় দুইদিন হোটেলে অবস্থান করতে হয় দলকে।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালের সরকার পতন ঘটে। এর জের ধরে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে দেশটির সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। পরিস্থিতি সামলে বুধবার সন্ধ্যায় আবারও বিমান চলাচল স্বাভাবিক হয়। এরপরই দ্রুত দলের ফেরার ব্যবস্থা করে বাফুফে।
বাংলাদেশ দল মূলত দুইটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। কিন্তু ৯ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আগের দিন থেকেই আন্দোলনের কারণে শহরজুড়ে অস্থিরতা দেখা দিলে দলের অনুশীলন বাতিল হয় এবং নিরাপত্তাজনিত কারণে খেলোয়াড়দের হোটেলে অবস্থান করতে হয়। এমনকি তাদের থাকার জায়গার পাশেই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি ঘিরে সবসময় যোগাযোগ রাখছিল বাফুফে ও বাংলাদেশ সরকার। খেলোয়াড়রা হোটেলের ভেতরে জিম ব্যবহার করে সময় কাটান। দুই দিন অনিশ্চয়তায় থাকার পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন জামালরা।
Leave a Reply