সিলেটের কথা ::: সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত জ্ঞান ও শুভ চিন্তার সর্বজনীন আহ্বানে অনুষ্ঠিত “মহালয়া ও বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা – ২০২৫” কে সামনে রেখে সনাতন বিদ্যার্থী সংসদের একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন অপু চক্রবর্তী, বিক্রমাদিত্য ভট্টাচার্য, সৌমিত্র ভট্টাচার্য, বিকাশ রজ্ঞন মুন্ডা এবং বিশ্বজিৎ কুর্মী।
নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন নয়ন বর্মণ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবন্তী দাশ রাই। অর্থ ও হিসাব সচিব হিসেবে রয়েছেন সুবীর তালুকদার। প্রচার ও দপ্তর সচিব হয়েছেন অনুপ কুমার আচার্য। এছাড়া সাংস্কৃতিক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন জয়দূত দাশ অয়ন।
এছাড়া মাঠকার্যে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন—অসীম দাশ শিশির, দূর্জয় সরকার, অয়ন কান্তি দাশ, বিষ্ণু রবিদাশ রকি, বিশ্বরুপ চক্রবর্তী অন্তু, দেব মাল্য চক্রবর্তী, শুভ কুমার দাশ, শাওন দেব, বিশাল চন্দ, দেবপ্রিয় চক্রবর্তী, রাজীব পাল, কেয়া ঘোষ, সুশান্ত তালুকদার, সজীব দাশ, পায়েল রায়, বিক্রম দাশ, রজ্ঞন রায়, পল্লব দাশ, স্বপন দাশ, অনসূয়া আচার্য রাখি, অমিত চক্রবর্তী, সোনালী ঘোষ এবং অনুপ চন্দ।
সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে এবং জ্ঞান ও শুভ চিন্তার প্রসারে কাজ করবে।
Leave a Reply