সিলেটের কথা ::: সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎসল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ার সেবায়িত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী ক্যান্সার (পাকস্থলি) রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। যমুনা বৈষ্ণবী কালীঘাটের শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ায় রয়েছেন। শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী তার রোগ মুক্তির জন্য সকলের প্রার্থনা কামনা করেছেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার জন্যও অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ: সাংবাদিক সজল ঘোষ, মোবাইল ০১৭১৬-৮৯১১৮৬, অ্যাডভোকেট মোহিত কান্তি দাস মণি, মোবাইল: ০১৭৪৩৩৩১৫৭৯। বিজ্ঞপ্তি
Leave a Reply