1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 4:59 am

সাইক্লোনের বর্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, June 25, 2025
  • 84 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: বর্ষা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ ঋতু। বর্ষা এমন এক ঋতু যা সকল লেখককে আনন্দিত করে। বর্ষা নিয়ে বাংলা সাহিত্যে অনেক কবিতা লেখা হযেছে। বর্ষাকে নিয়ে কবিরা তাদের ব্যক্তিগত আবেগ ও অনুভূতি প্রকাশ করেছেন। কেউ বর্ষার আগমনে আনন্দিত হয়েছেন, কেউ বা বিষন্ন হযেছেন। কবিরা তাদের কবিতায় জীবনের উত্থান-পতন, আশা-নিরাশা এবং পরিবর্তনকে বর্ষার সাথে সম্পর্কিত করেছেন। দুটি ঝতুই আমাদের সবচেয়ে পছন্দের সেটা হলো বর্ষা এবং বসন্ত। বর্ষা এবং বসন্তে প্রত্যেক লেখকের মন এবং মনন আনন্দিত করেছে।

Manual6 Ad Code

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩১১ তম সাহিত্য আসরে ‘আমাদের কবিতায় বর্ষা’ শীর্ষক আলোচনাসভা ও কবিতাপাঠের আসরে সভাপতির বক্তব্যে সাইক্লোনের সাধারণ সম্পাদক কবি প্রভাষক ইশরাক জাহান জেলী একথা বলেন।

Manual7 Ad Code

মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গতকাল সোমবার রাতে সাইক্লোনের অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মামুন সুলতান, কবি মাসুদা সিদ্দিকা রুহী এবং মুল প্রবন্ধ পাঠ করেন ছড়াকার আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল, এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, কবি বেলাল আহমদ চৌধুরী, সাইক্লোন সভাপতি ভ্রমন কাহিনী লেখক মোয়াজ আফসার।

Manual8 Ad Code

সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় লেখাপাঠে অংশ নেন কবি ছয়ফুল আলম পারুল, ছড়াকার জুবের আহমদ সার্জন, ফারুক হাসান সুজন, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, কবি কামাল আহমদ, সংগঠক রিপন মিয়া, গীতিকবি ওমর ফারুক, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, মুহাম্মদ হোসাইন হামিদ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!