সিলেটের কথা :: আজ ২৪ মে শনিবার শান্তিগন্জ উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী বড়মোহা( জেবিবি) উচ্চ বিদ্যালয়ে পরিচালনা এডহক কমিটির সাথে অভিভাবক ছাত্র শিক্ষক ও এলাকার গণ্য মান্য ব্যক্তিদের সাথে শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।। স্কুল পরিচালনা এডহক কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন ও সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা এডহক কমিটির সদস্য সচিব বাবু গিবেশ চন্দ্র বিশ্বাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমিলুল হক জায়গীরদার, স্কুল পরিচালনা এডহক কমিটির সদস্য এলোয়ার হোসেন পাকী, স্কুল পরিচালনা এডহক কমিটির সাবেক সভাপতি সাবেক মেম্বার মশাহিদ খান,স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য শাহী আলম খান,মতিউর রহমান জায়গীরদার, আরমান জায়গীরদার রুহেল,আসফাক সুজন,বাবুল মিয়া,ইলিয়াস মিয়া,আস্রফ আলী,এলাফ উদ্দিন ভুইয়া,দিলোয়ার হোসেন খান,সহকারী শিক্কক মো:আজিজুর হক,মো:নয়ন মনি,নির্মল কান্তি দে, নীপা রানী দাস, অভিভাবক ইউসুফ উদ্দিন, ইজাদ মিয়া,তুহিন মিয়া (সাবেক মেম্বার),সফিক মিয়া,আবুল বাসার,আলী আহমদ ভুঁইয়া, দিলাল মিয়া,নজরুল ইসলাম, সোহেল আহমদ,শওকত মিয়া ভুইঁয়া, আবুল কালাম আজাদ, সজ্জাত মিয়া,সফিক মিয়া,রুহেল জায়গীরদার, আশির মিয়া প্রমুখ সভায় শিক্ষার মান উন্নয়নে ছাত্র ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, মোবাইল ফোন ব্যাবহারে কঠোরতা,খন্ডকালীন ইংরেজি শিক্ষক এবং অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যাপারে মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।।
Leave a Reply