1. admin@sylheterkotha.com : admin :
August 4, 2025, 6:37 pm
Title :
ফিরে দেখা: এইদিনে গোলাপগঞ্জে গুলিতে প্রাণ হারান ৬ জন গোয়াইনঘাটে দুর্ধর্ষ ডাকাত বাহারকে গ্রেফতার করলো পুলিশ চার দিনের ব্যবধানে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আবারো আগুন জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে: প্রধান উপদেষ্টা জুলাইয়ের অর্জন ধরে রাখতে রাজনৈতিক ঐক্য চায় জনগণ-মাওলানা হাবিবুর রহমান চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি এবং ফ্যাসিস্টের পতন হয়েছে : লুনা

জুলাইয়ের অর্জন ধরে রাখতে রাজনৈতিক ঐক্য চায় জনগণ-মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Monday, August 4, 2025
  • 1 Time View

সিলেটের কথা ::: সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বের প্রতিটি দেশে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরে প্রতিষ্ঠানটিতে দলীয়করণ করে সংগঠনটি হারিয়েছে তার নিরপেক্ষ ও মানবিক সেবার ঐতিহ্য। দুর্নীতি ও দলীয় স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ করা হয়েছে শত শত দলীয় সন্ত্রাসী ক্যাডারদের। জুলাই-২৪ এর বিপ্লবের পর থেকে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটসহ সারাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মসূচীগুলো প্রশংসার দাবি রাখে। এটা অব্যাহত রাখতে হবে।

সোমবার (৪ আগষ্ট) বেলা ৩টায় রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেটে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র সিলেট, জালালাবাদ ব্লাড কানেকশন সেইফটি সোস্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় ১ম জুলাই গণঅভূত্থান দিবস উপলক্ষে শহীদ ও আহতদের স্মারণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের এবং বাংলাদেশের ইউনিটের সিনিয়র সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে ও যুবনেতা মোঃ সালাউদ্দিন মিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ যুব ফোরামের সেক্রেটারি ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যতম সদস্য যুবনেতা পারভেজ আহমদ, ইন্টার ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল অর্গানাইজেশন এর পরিচালক মুহিবুর রহমান।

মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’‘জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। তিনি বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকারব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।’ জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews