সিলেটের কথা ::: গত দুদিন (মঙ্গল ও বুধবার- ১৩ ও ১৪ জানুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া বুধবার দিনভর বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে কুশল ও মতবিনিময় করেছেন।
এসব অনুষ্ঠান ও মতবিনিময়কালে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আপনারা ইতোমধ্যে দেখতে পেরেছেন, ইসলাম নামধারী একটি রাজনৈতিক দল বিগত স্বৈরশাসকের মতো ক্ষমতায় যেতে নানা কূট-কৌশলের পথ বেছে নিচ্ছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পেপারের আসন বিন্যাস ও জাল ব্যালট পেপার ছড়িয়ে দেওয়ার বিষয়টি সামনে এসেছে। বিএনপি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে অভিযোগ জানিয়েছে। এদের ব্যাপারে দেশের জনগণকে সজাগ থাকতে হবে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে এর সমুচিত জবাব দিবেন দেশের জনগণ।
জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় গিয়ে এমরান আহমদ চৌধুরী স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুরুব্বি, বিশিষ্ট ব্যক্তি ও জনসাধারণের সঙ্গে কুশল-মতিবিনিময় করেছেন।
এছাড়া বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার মাগফিরাত এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এমরান আহমদ চৌধুরী।
বাদ আসর চারখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফেনগ্রামের বিশিষ্ট মুরুব্বি মতাই মিয়ার বাড়িতে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিব।
চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি তোতা মিয়া, আব্দুর নুর মিয়া, সলাম মিয়া, সলাই মিয়া, সিরাই মিয়া, সমছু মিয়া, ইউপি সদস্য পারভেজ আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ডালিম আহমদ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, মাতাব উদ্দিন, ছাত্রদল নেতা আশিক আহমদ।
এর আগে চারখাই ইউনিয়নে এমরান আহমদ চৌধুরীর কুশল ও মতিবিনময়কালে সিলেট জেলা বিএনপির অর্থ সম্পাদক তওহিদ আহমদ তালুকদার, ২নং চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মক্তদির আলী, সহ-সভাপতি শিপলু আহমদ, ফয়জুর রহমান ও নিজাম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবর আহমদ চৌধুরী, রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, মৎস-বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, বিয়ানী বাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, ২নং চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ আহমদ রাজা, ইউনিয়ন জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আলিম আহমদ হৃদয়।
এদিকে, বিএনপি প্রধান তারেক রহমানের সিলেট সফর সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনে উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিসের সভাপতিত্বে ও উপদেষ্টা এম সিরাজুল ইসলামের পরিচালনায় পৌরসদরে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সিনিয়র নেতা নজরুল ইসলাম ময়ুর, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ডাক্তার আব্দুল গফুর, উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, এম সিরাজুল ইসলাম, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, মামুনুর রশীদ মামুন, নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক এস এ রিপন, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. মামুন আহমদ রিপন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ আহমদ চৌধুরী সুমন, সদস্যসচিব তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম-সম্পাদক ফয়সল আহমদ খাঁন, যুগ্ম আহবায়ক সাইদুল মুরসালিন, গোলাপগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য রুহেল আহমদ তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ, পৌর শ্রমিক দলের সভাপতি আতাউর রহমান আতা, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল ও বাদেপাশা ইউনিয়ন বিএনপির ফখরুল ইসলাম লকুচ।
অপরদিকে, মঙ্গলবার রাত ৮টায় গোলাপগঞ্জের বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত ও তারেক রহমানের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক এস এ রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মাস্টার, বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এবাদ আহমদ, সাবেক সভাপতি ডাক্তার মুতলিব আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাইনুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ-মৎসবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম নাহিদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সুলতান আহমদ ও বুধবারি বাজার ছাত্রদল নেতা জুয়েল আহমদ কামিল প্রমুখ।
Leave a Reply