1. admin@sylheterkotha.com : admin :
July 12, 2025, 4:06 am
Title :
সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে মিফতাহ্ সিদ্দিকী সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ পরিবেশ দিবস উপলক্ষে জাফলংকে পর্যটকবান্ধব করে গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযান সিলেট বিভাগের ২ জনসহ ১৮ বিচারক বাধ্যতামূলক অবসরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাচালান জব্দ মধ্যনগরের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছে ৯২.৩৯ শতাংশ খালাস পেলেন বদরুজ্জামান সেলিমসহ বিএনপির ৭০ নেতাকর্মী এসএসসিতে সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪ জন তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

সীমান্তে সেনাবাহিনীর সহযোগিতায় ৬১ লক্ষ টাকার ভারতীয় দুম্বা ও রামছাগলের চালান আটক

  • Update Time : Monday, April 14, 2025
  • 34 Time View

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ভারত থেকে অবৈধ পথে আমদানি করা ২৮ টি দুম্বা ও ৩৭টি রামছাগল আটক করা হয়। আটকৃত দুম্বা ও রামছাগল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ৬১ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় দুম্বা ও রামছাগল আটক করা হয়েছে। সোমবার সন্ধায় বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে চোরাকারবারিরা
অবৈধ ভাবে ভারত থেকে দুম্বা ও রামছাগলের একটি চালান এনেছে। কিন্তু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুম্বা ও রামছাগল ফেলে চলে যায়। পরে সেনাবাহিনীর দুম্বা ও রামছাগল আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করেন। আটককৃত দুম্বা ও রামছাগলের আনুমানিক সিজার মূল্য ৬১ লক্ষ ২০ হাজার টাকা। এ বিষয়ে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে, সেজন্য চোরাই পথে এ সকল পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী পশুসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews