সিলেটের কথা ::: সিলেট নগরের বাদামবাগিচা এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়া কলেজ ছাত্রী তাহমিনা আক্তার জেরিন (১৮) আত্মহত্যা করেছেন বলেই ধারণা পুলিশের। এ ব্যাপারে পরিবারেরও কোন অভিযোগ নেই। সোমবার (২২ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে জেরিনের মরদেহ উদ্ধার করে।
জেরিনদের বাসা নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দিতে। তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার উত্তর কামলাবাজ (সাচনা) এলাকায়।
তিনি সিলেট নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য (এটিএসআই)।
সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেরিন আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, পড়াশোনার চাপ ও পরিবারের সাথে মনমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অধিকতর তদন্তে এ বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে।
মরদেহ এখনও ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এ ব্যাপারে অনুমতি পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে।
সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের কাজ করছেন পুলিশ সদস্যরা। বাসার ভেতরে কান্না করছেন নিহত কিশোরীর বাবা-মাসহ স্বজনরা। কান্নারত থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply