গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা এলাকায় বন বিভাগের হয়রানি, ঘুষ ও চাঁদাবাজির অভিযোগে রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় গোয়াইনঘাট-সালুটিকর সড়কের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আয়োজিত এ কর্মসূচিতে জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বন বিভাগ নির্বাচিত ও সাবেক জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পাবলিকের রেকর্ডীয় জমিতে বেআইনিভাবে বনায়ন করে ভোগদখলে বাধা দিচ্ছে।
বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার, চাঁদাবাজ বন কর্মকর্তাদের অপসারণ ও জমি মালিকদের বৈধ মালিকানা বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান ও অ্যাডভোকেট লিয়াকত আলী।
সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিন এবং পরিচালনা করেন আলিম উদ্দিন ও রুবেল আহমদ।
এসময় বক্তব্য রাখেন মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দীন, মিছবাহ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বন বিভাগের দায়ের করা মামলায় ইউপি সদস্য হেলাল উদ্দিন, বিএনপি নেতা শামস উদ্দিন আল আজাদ, সাবেক সদস্য আব্দুল মনাফ, ইসলাম উদ্দিন, কামাল হোসেনসহ ৬ জনকে কোর্ট জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply