সিলেটের কথা ::: মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, মুফতি নেহাল মহানগর বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। দলের সংকটময় সময়ে তিনি সবসময় সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাচ্ছেন। আমাদের জন্য এটি বেদনার, তবে আমরা আশা করি, প্রবাসে থেকেও তিনি বিএনপির রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শের পক্ষে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হলো এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। স্বৈরাচার ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই দল জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে। আমরা বিশ্বাস করি, দেশে-বিদেশে যেখানেই থাকুক না কেন, বিএনপির প্রতিটি নেতা-কর্মীই দলের অস্তিত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবেন। মুফতি নেহাল ভাইও বিদেশে থেকে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল রাখবেন।
তিনি বুধবার (১০ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি নেহাল যুক্তরাষ্ট্র স্থায়ী ভাবে বসবাসের জন্য যাওয়া উপলক্ষে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সহ সভাপতিদের মধ্যে আমির হোসেন, আব্দুল হাকিম, মোতাহের আলী মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক – মোঃ লুৎফুর রহমান মোহন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহ মৎস্য সম্পাদক শাহীন আহমদ, সদস্যদের মধ্যে মতিউর রহমান শিমুল, ফরহাদ আহমদ, শফিকুর রহমান সুমন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Leave a Reply