সিলেটের কথা ::: সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান শুরু।
অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার। তার নেতৃত্বে গঠিত দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার ও ওয়াশরুম ঘুরে দেখেন। পাশাপাশি, বিভিন্ন দাফতরিক নথিপত্রও তলব করে খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই ওসমানী হাসপাতালের সেবার মান নিয়ে নানা অভিযোগ আসছে। রোগীদের অভিযোগের ভিত্তিতে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই অভিযান চালানো হচ্ছে।
৫০০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ১,৫০০-এর বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এত বড় একটি প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি হলেও, নিয়মিতই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে আসছে। হাসপাতালের রোগী ও স্বজনদের অনেকেই দুদকের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা যাবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
Leave a Reply