সিলেটের কথা :::সিলেটে চোরাই লেগুনাসহ ২ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর থানার কমলাবাড়ী এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩) ও ফেঞ্চুগঞ্জ থানার নূরপুর এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. নাসির মিয়া (২৫)।
জানা যায়, সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের ১নং গেইটের সামনে লেগুনা চালক সাইফুল ইসলাম (২১) এর লেগুনা গাড়ি (রেজিঃ নং- সিলেট-চ-১১-১০৮৭, মূল্য আনুমানিক ২,২৫,০০০/- টাকা) চুরি হয়। পূর্ব পরিচিত জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩) একটি ভুয়া রিজার্ভ যাত্রার কথা বলে তাকে মাজার গেইটে যেতে বলে। সেখানে জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩) আগে থেকে অবস্থান করছিলো। সাইফুল ইসলাম তার লেগুনাসহ উক্ত ঘটনাস্থলে পৌঁছালে তাকে কৌশলে মোবাইলের মিনিট কার্ড আনতে পাঠিয়ে আসামীদ্বয় লেগুনাটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে কোতোয়ালী থানাপুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে তাদের গ্রেফতার করে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং: ১৭, তারিখ: ১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের ১নং গেইটের সামনে থেকে একটি লেগুনা গাড়ি চুরি হয়। এই ঘটনায় লেগুনা চালক সাইফুল ইসলাম অভিযোগ দায়ের করলে তার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে ২জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং: ১৭, তারিখ: ১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Leave a Reply