বিনোদন ডেস্ক ::: ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় নীরব থাকা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অবশেষে জানালেন, তিনি বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে তার সেই বিশেষ মানুষ মিডিয়া অঙ্গনের কেউ নন।
সম্প্রতি কলকাতায় মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া। এই ব্যস্ততার মাঝেই ইনডালজ এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের প্রেমের কথা প্রকাশ করেন।
জয়ার ভাষায়, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছেন। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি। তবে উনি শোবিজের কেউ নন। আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়া জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি— এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অভিনেত্রীর মতে, তার সঙ্গী সবসময় তাকে সমর্থন করেন এবং তার কাজের ব্যস্ততা মেনে নেন।
‘আমি অভিনয়ের কারণে অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে থাকি। তিনি এতে কোনো আপত্তি করেন না। আমরা দুজনেই খুব প্রাইভেট লাইফ পছন্দ করি। উনি খুব শান্ত স্বভাবের, আমিও তেমনি— এ কারণেই তার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে।’
তবে বিয়ে নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি জয়া আহসান। ‘এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। হয়তো ইচ্ছা হবে, হয়তো হবে না। বিয়ে নিয়ে আমার ভেতর এক ধরনের ভীতি কাজ করে- আগের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’
Leave a Reply