1. admin@sylheterkotha.com : admin :
September 22, 2025, 1:11 pm
Title :
সিলেট ওসমানী হাসপাতালে কেন এতো অব্যবস্থাপনা-জানালেন জেলা প্রশাসক সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক শিক্ষার্থীদের দাবি মেনে নিল স্কলাসহোর্ম, ভাইস প্রিন্সিপালসহ তিন শিক্ষককে অব্যাহতি সিলেটে ৫ স্থানে পুলিশের বিশেষ অভিযান শুরু ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া বিগত সরকারের নিয়োগ কঠোরভাবে যাচাই করবে পুলিশ সদর দপ্তর সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিথ্যার সঙ্গে লড়াই করা শাহপরাণে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ছিল চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা-ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

সড়কেই ঝরে গেল স্নেহার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

  • Update Time : Wednesday, August 6, 2025
  • 74 Time View

সিলেটের কথা ::: সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার দুপুরে সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৮) ও স্নেহা চক্রবর্তী (১৭) এবং শফিকুল ইসলাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন ঐশী রানী পাল (১৮) ও অটোরিকশাচালক রসিদ মিয়া (৪৫)।

স্নেহা চক্রবর্তী শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশাটি শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। পথে বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যান। ওই বাসে থাকা ছোটন দাস নামের এক যাত্রী জানান, তিনি বাসের পেছনের দিকের একটি আসনে বসা ছিলেন। বাহাদুরপুর এলাকায় যাওয়ার পর তাঁর মনে হয়েছে, বাসটি হোঁচট খেয়েছে। পরে তাঁরা দেখেন, বাসটি সড়কের একেবারে কিনারে দাঁড়িয়ে আছে এবং চালক ও চালকের সহকারী নেমে দ্রুত সেখান থেকে চলে যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তিদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!