সিলেটের কথা ::: সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় কাঠামোকে গণতান্ত্রিক ও জনবান্ধব করা আমাদের দায়িত্ব। সে লক্ষ্যেই আমরা আসনভিত্তিক উপজেলা ও পৌর যুবদলের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে চাই। যারা মাঠে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের সম্মান ও দায়িত্বপ্রাপ্তি নিশ্চিত করতে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সুশৃঙ্খল ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গঠনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা যেন যোগ্যতা, ত্যাগ ও দলীয় ভাবমূর্তিকে প্রাধান্য দিয়ে কাজ করেন, এটাই আমাদের প্রত্যাশা।
তিনি রোববার (৩ আগস্ট) বিকাল ৩টায় সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকির ভাতালিয়াস্থ কার্যালয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট ৪, ৫, ৬ পর্যায়ক্রমে (আসন ভিত্তিক) উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য এই মতবিনিময় সভা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই প্রতিটি উপজেলা ও পৌর কমিটিতে সক্রিয়, ত্যাগী ও দলের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা নেতৃত্বে আসুক। এই সভার মাধ্যমে সবাই মিলে কৌশল নির্ধারণ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আলমগীর বখত চৌধুরী সুয়েব, কবির উদ্দিন, এডভোকেট শাহজাহান আহমদ সিদ্দিকী, সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এখলাছুর রহমান মুন্না, খালেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সালাউদ্দিন, জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Leave a Reply