সিলেটের কথা ::: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ৪ জেলার আংশিক সংসদীয় আসনে ইসলামী ঐক্যজোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) নগরীর দরগাহ গেইট সুলেমান হলে আয়োজিত জোটের এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুফতী ফয়জুল হক জালালাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মাওলানা আতাউর রাহমান, যুগ্মমহাসচিব মাওলানা আসলাম রাহমানী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী সহকারী সচিব ডাক্তার হাবিবুর রাহমান, মাওলানা হাফিজ নওফল আহমদ -প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ কর্মপরিষদ সদস্য মাওলানা নাজিম উদ্দীন কামরান মাওলানা জালাল উদ্দীন প্রমুখ।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) পীরজাদা হাফিজ ক্বারী মাওলানা উবায়দুল্লাহ আমেনী, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) মাওলানা হোসাইন আহমদ, সিলেট-১ (নগর ও সদর) মুফতী ফয়জুল হক জালালাবাদী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী, সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানী গন্জ জৈন্তাপুর) মাওলানা নাজিম উদ্দীন কামরান, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে মুফতী ফয়জুল হক জালালাবাদী এবং সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) বিশিষ্ট ব্যবসায়ী সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মাওলানা আসলাম রাহমানী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) মার্চেন্ট এম আনোয়ার হোসেন, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে মাওলানা জালাল উদ্দীন, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মাওলানা আতাউর রাহমান নির্বাচনে অংশ নেবেন।
এক বিবৃতিতে জালালাবাদী বলেন, ‘সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন আমরা আশা করছি। ফ্যাসিবাদবিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে অগ্রসর হতে চাই।
শেষে মোনাজাতের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানসহ জুলাই ও শাপলা চত্ত্বরে নিহতের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি
Leave a Reply