সিলেটের কথা ::: আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৬০ লাখ পরিবারের জন্য হেলথ কার্ড চালু করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি শনিবার (২ আগস্ট) নগরীর দাড়িয়াপাড়ারস্থ রসময় মেমোরিয়াল স্কুলে সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বিএনপির ক্ষমতা এলে কমপক্ষে ৬০ লক্ষ পরিবারকে হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা করছে। এই হেলথ কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই হেলথ কার্ড প্রদানের মূল উদ্দেশ্য হল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। চিকিৎসার জন্য নির্বাচিত পরিবারগুলো সরকারি হাসপাতালে ভর্তি হলে রোগের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে। এই কার্ড ব্যবহারকারী পরিবারগুলো সরকারি হাসপাতালে সকল ধরণের চিকিৎসা সুবিধা নিতে পারবে। এই হেলথ কার্ড প্রদানের ফলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করি।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান বলেন, মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিকল্পনা অনুসারে কাজ করছি আমরা। স্বাস্থ্য সেবা দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার, সেই অনুসারে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ চলমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ, সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক।
শুরুতে আয়োজকদের মধ্যে থেকে স্বাগত বক্তব্যে রাখেন ডা. আনোয়ার সাদাত সাইরাস হাজারী, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক রাসেল মামুন ইবনে রাজ্জাক জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে ফ্রি দাঁত পরিস্কার, ছোট ও বড়দের দাঁত ফেলা এবং দাঁতের ফিলিং, বিনামূল্যে ঔষধ এবং টুথপেস্টু প্রদান হয়।
চিকিৎসা প্রদান করেন ডা. জিয়াউর রহমান, ডা. আব্দুল কাইয়ুম, ডা. খালেদ ইবনে আশরাফ, ডা. সুমাইয়া ইসলাম, ডা. তাসলিন রহমান, ডা. নিপা, ডা. রণি, ডা. কাবির, ডা. সুমি, ডা. মুহিব, ডা. রাকিব, ডা. আখি, ডা. সাদিক, ডা. উপমা, ডা. তুলি, ডা. জয়, ডা, অরুণ, ডা. রুহিত সহ ঢাকা ও সিলেটের প্রায় ৫২জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ নুরুল মুত্তাকিন, গোলাম মাহমুদ চৌধুরী রুস্তম, যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, মহিলা নেত্রী স্বাফিয়া খাতুন মনি, মোখলিসুর রহমান, বীরেশ মল্লিক, মলয় লালধর, সুমন আহমদ, সাইদুল কুমকুম, যুবদল নেতা ফখর আহমেদ, কালীপদ, রাহী আহমদ, সুমন আহমেদ, সাব উদ্দিন সাবু, নাসির তাফাদার, জুয়েল আহমেদ, তামিজ মিয়া, কামাল আহমেদ, কামরুল হাসান সাগর, মিজান আহমদ, তারেক আহমেদ, আব্দুল্লাহ আল মাসুদ, আবেদ আলী, অরূপ ঘোষ, শুকুর আহমদ ইমরান, আহমেদ, শিপন আহমেদ, জুনেদ আহমেদ, হারুন মিয়া, খুর্শেদ আলম, সায়েম আহমেদ অপু, রাজন, রহিম, ফাহাদ, তৌসিফ, ফারদিন, মিনহাজ, জাওয়াদ, তারেক, জুয়েল, সাগর, রিপু মাসুদ আহমদ, অপু প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তোফায়েল আহমেদ ও গীতা পাঠ করেছেন ডোনা। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করে বাংলাদেশ স্কাউট ও বিএনসিসি টিম।-বিজ্ঞপ্তি
Leave a Reply