সিলেটের কথা ::: সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে জামেয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়, ১ম দিনে প্রধান অতিথি হিসাবে বোখারী শরিফে শেষ দারস ও বয়ান পেশ করেন শায়খুল মাশায়িখ হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীরসাহেব ঢালকানগরী। বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ।
সম্মেলনের ১ম দিনে সিলেট বিভাগ ভিত্তিক আকর্ষনীয় ক্বিরাত প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ।
জামেয়ার ২ দিনব্যাপী মহাসম্মেলনের ২য় দিন ১১ জানুয়ারি ২য় দিনে বয়ান পেশ করবেন মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মুফতি রেজাউল করীম আবরার ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি ফয়জুল্লাহ নোমানী ঢাকা, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সৈয়দপুর প্রমুখ।
এতে ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি
Leave a Reply