সিলেটের কথা ::: সিলেটের শত বছরের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু বলেন, সিলেট প্রেসক্লাব এই অঞ্চলের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান। আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে সিলেট প্রেসক্লাবের।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইমজা নেতৃবৃন্দ।
এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
Leave a Reply