সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজার ব্যাক্তিগত উদ্যোগে নিজ বাসায় শুক্রবার (২ জানুয়ারি) রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বৃহত্তর মজুমদারী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল, পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মুরব্বি মঞ্জুর আহমদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম লিটন, ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক রাসেল আহমদ, বেলাল আহমেদ, রায়হান আহমেদ, বাদশা মিয়া, মহিলা দলের ৪নং ওয়ার্ডের সভানেত্রী হাফসা বেগম, সাধারণ সম্পাদক পারুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ঝরনা বেগম, সাবেক মহানগর ছাত্রদলের সদস্য আশরাফুল তালুকদার, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুস সালাম,
মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক মো:হানিফ,জেলা ছাত্রদলের সদস্য ফরহাদ আহমদ,মহানগর ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ,রাহাদ আহমদ,বেলাল আহমদ,বখতিয়ার খান,মুস্তাফিজুর রহমান দুলাল,বাদাঘাট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ,আলভি রাব্বি,ইসমাঈল হোসাইন প্রমুখ।
মোনাজাত পরিচালনা বরেন মজুমদারী মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুস সামাদ। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয়।
Leave a Reply