সিলেটের কথা ::: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর ৮নং ওয়ার্ডে রাগিবীয়া এতিমখানায় “আমাদের জাতীয়তাবাদী পরিবারের “উদ্যোগে ও উমান প্রবাসী যুবদল নেতা দিদার আহমদ ও মহানগর যুবদল নেতা মাসুম ইসলাম আরফান এর সৌজন্যে এতিমদের মাঝে গতকাল রাতের খাবির বিতরণ করা হয় এবং বিশেষ দোয়া করা হয়।। দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণে উপস্থিত সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সিলেট মহানগরের সদস্য সচিব শাব্বির হোসাইন জামিল, ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু,আব্দুল আহাদ,মহানগর যুবদল নেতা মোস্তাকিন আহমদ, সাদ্দাম হোসেন, মানিক আহমদ, ৮ নং ছাত্রদলের আহবায়ক আরমান শেখ, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ সহ সভাপতি রুবেল আহমদ, মহানগর ছাত্র দল নেতা সাদিক আহমেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মকবুল চৌধুরী,খালেদ মিয়া, সহ দপ্তর সম্পাদক জুয়েল হাসান খান,যুবদল নেতা মাসুম ইসলাম আরফান, নুরুল ইসলাম, ফয়সাল আহমদ, ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, সামির,রাব্বি, মুরসালিন,মাহিন প্রমুখ।।
এসময় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন এতিমদের ও শিক্ষকদের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন দেশমাতার আদর্শিক সন্তানরা পৃথিবীর সকল দেশে দেশে উনার জন্য দোয়া করছে দোয়া করাচ্ছে তেমনি উমান প্রবাসী যুবদল নেতা দিদার আহমদ তার কষ্টার্জিত উপার্জন দিয়ে এবং মহানগর যুবদল নেতা মাসুম ইসলাম আরফান তার জন্মদিন পালন না করে সেই টাকা দিয়ে দেশমাতার মাগফিরাত কামনা করে একবেলা শতাধিক এতিমকে খাওয়ালেন,আল্লাহ রাব্বুল দেশমাতা বেগম খালেদা জিয়া কে জান্নাতুল ফেরদাউস দান করুন ও শোকাহত পরিবার কে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।।
Leave a Reply