সিলেটের কথা ::: সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী হাছন উৎসব-২০২৫। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়। বাংলা লোকসংস্কৃতির কিংবদন্তি মরমী সাধক হাসন রাজার স্মরণে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বিকাল ৪টায় পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন শেষে অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা বলেন, হাছন রাজা প্রতাপশালী জমিদার হওয়া সত্ত্বেও মরমি সাধনার মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করেছিলেন। তাঁর রচনা ও গানগুলোয় ছিল গভীর আধ্যাত্মিকতা, মানব জীবনের রহস্য এবং মানুষ ও মানবতার প্রতি গভীর প্রেম। তাঁর মানবতাবোধের বাণী সমাজে যতো প্রচার হবে, সমাজ ততই শান্তিপূর্ণ হবে। বক্তারা বলেন, বর্তমান সময়ে হাছন রাজার দর্শণ খুবই প্রাসঙ্গিক। তাঁর জীবনবোধ ও মরমী দর্শণ সমাজের প্রতিটি স্তরে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বক্তারা হাছন রাজার মরমী ধারাকে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগী হওয়ায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ জানান। লোক ঐতিহ্যের প্রচারে এই উৎসব একটি মাইলফলক হয়ে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সভাপতি ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী, উপদেষ্টা শামীম রেজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন। স্বাগত বক্তব্য রাখেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু।
উৎসবে উপস্থিত ছিলেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের সিনিয়র সহসভাপতি বিরহী কালা মিয়া, সহ-সভাপতি আসাদুজ্জামান নূর, সংগঠনের সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম এ হান্নান, সহ-সভাপতি আহমেদুর রহমান ইকবাল, সহ-সভাপতি শাহ মোঃ আলী রব, সহ-সভাপতি (হবিগঞ্জ জেলা) শাহ মোহাম্মদ চৌধুরী মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান মাসুম, সহ-সাধারণ সম্পাদক (সিলেট জেলা) মোঃ সেলিম মিয়া, সহ-সাধারন সম্পাদক (সুনামগঞ্জ জেলা) সায়েম আহমদ, সহ-সাধারণ সম্পাদক (হবিগঞ্জ জেলা) শাহ আলমগীর, সহ-সাধারণ সম্পাদক (মৌলভীবাজার জেলা) আব্দুর রব তাপাদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিবলু, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) শফিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন হোসেন শাহ, সহ সাংগঠনিক সম্পাদক এম আমির উদ্দিন পাভেল, সহ-সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, সাখাওয়াত হোসেন পীর, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমদ, হাসনাত কবীর, আল আমিন, মুন্নি খানম, মোহাম্মদ কামাল, সোলেমান হক টিপু, গোলাম কিবরিয়া আনু, ফয়সাল আহমদ, সৈয়দ আলী আক্তার চৌধুরী, সাইফুল ইসলাম রাসেল, মোহাম্মদ মোস্তাক চৌধুরী, আব্দুল খালেক, দবিরুজ্জামান দিপ,ু সোহেল রানা, নাহিদা চৌধুরী, মোঃ লুকমান আলী, আকরাম, ফারুক আহমদ সুজন, শাহাদাত হোসেন, দুঃখী হাসান, গীতিকার সামির আলী, রঞ্জন কর, জুয়েল চৌধুরী, শাহেদ আহমদ শান্ত, নাজির আহমেদ নজির, এমএইচ হাফিজ, রাকিব আহমদ রুবেল, নিলুপা ইসলাম নিলু, সাজু মাহমুদ, তমাল চৌধুরী প্রমুখ।
আগামী বছর থেকে জাতীয়ভাবে হাছন উৎসব পালন করা হবে উৎসবে জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাকির হোসেন।
উৎসবের ১ম দিনে গান শুনতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো ভক্তরা। একের পর এক বাউল শিল্পীরা গাইতে থাকেন হাসন রাজার কালজয়ী সব গান। দুই দিনব্যাপী হাছন উৎসবের শেষ দিন আজ সোমবারও বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply