সিলেটের কথা ::: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ লক্ষণাবন্দ ক্লাব শাখা গঠনের লক্ষ্যে ক্লাব পয়েন্টে হাজী জাহেদুর রহমান মার্কেটে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
হাজী জাহেদুর রহমানের সভাপতিত্বে ও মো. জয়নাল আবেদীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ গণদাবী পরিষদের সভাপতি ডা. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষনাবন্দ ইউনিয়ন গণদাবী পরিষদের সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, চৌধুরী বাজার আঞ্চলিক গণদাবী পরিষদের সভাপতি মো. আজির উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. কামাল আহমদ, থানা গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দীন, লক্ষণাবন্দ ১নং ওয়ার্ড গণদাবী পরিষদের সভাপতি হাফিজ মাওলানা হিফজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জুবের আহমদ রুহেল, আতাউর রহমান শিপু, মাওলানা আব্দুস শহীদ, হাফিজ মো. আব্দুস ছালাম, হাফিজ মো. জসিম উদ্দিন, জুবেল আহমদ, মো. এনামুল হক রুহেল, মো. জামাল উদ্দিন, লিমন আহমদ, জিতু মিয়া প্রমুখ।
সভায় গোলাপগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ লাইন স্থাপন, লক্ষণাবন্দ উত্তরগাঁও-জাঙ্গাল হাটা-বায়া দেওয়ান সড়ক সংস্কার, দেওয়ান ব্রীজ পূর্ণনির্মাণ, দামড়ী হাওয়র উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দেয়রভাগা নদী খনন, গোলাপগঞ্জ-বাঘা সুরমা নদীতে ব্রীজ নির্মাণ, সিলেট-হেতিমগঞ্জ-গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়ককে মহাসড়কে রূপান্তর করার দাবী জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে হাজী মো. জাহেদুর রহমানকে সভাপতি, মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক এবং সুমন আহমদ রুহেলকে সাংগঠনিক সম্পাদক করেন ২১ সদস্য বিশিষ্ট বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ক্লাব শাখা গঠন করা হয়। বিজ্ঞপ্তি
Leave a Reply