সিলেটের কথা ::: সিলেট নগরীর রায়নগরে রাস্তার ফুটপাতে পড়ে আছে এক কিশোর। ১৫/২০ দিন ধরে পড়ে থাকা ছেলেটি কথা বলতে পাড়ে না। তবে ইশারা করলে সাড়া দেয়।
স্থানীয় লোকজন জানান, ১৫/২০ দিন ধরে ছেলেটি রায়নগর পয়েন্টের নিকটবর্তী আগপাড়া রাস্তায় পড়ে আছে। তবে সে কারো সাথে কোনো কথা বলছে না। মা-বাবা কিংবা আত্মীয়-স্বজন ও নিজ ঠিকানা সম্পর্কেও কিছু বলছে না। তবে ইশারা করলে কিছুটা সাড়া দেয়। তারা জানান, দীর্ঘদিন ধরে ছেলেটিকে এভাবে পড়ে থাকতে দেখে তারা উদ্বিগ্ন। ছেলেটির বিষয়ে পুলিশকে অবগত করা হয়। এ খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে। তবে ছেলেটির বিষয়ে কোনো কিছু করেনি। বিষয়টি মিডিয়াকে অবগত করার জন্য বলে।
Leave a Reply