1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
January 16, 2026, 10:49 am
Title :
আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবেমেরাজ বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভারতীয় সহকারী কমিশনারের সাথে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়ের সাক্ষাৎ প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে যেভাবে এগিয়ে আসছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে-কয়েছ লোদী গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ তারেক রহমানের সিলেট সফর উপলক্ষ্যে গোলাপগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায়-: অ্যাড. এমরান চৌধুরী সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

শাহপরান(রহঃ) মাজারে ওরস: শিরনি বিতরণ

  • Update Time : Friday, August 29, 2025
  • 71 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের হযরত শাহপরান (রহঃ) মাজার শরিফের বার্ষিক ওরস শুরু হয়েছে বৃহস্পতিবার। গতবছরের অপ্রীতিকর ঘটনার পর এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে নিরাপত্তা জোরদার সত্ত্বেও ওরসে এবার ভক্ত আশেকানদের উপস্থিতি একেবারেই কম।

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ওরসের শিরনি বিতরণ করতে না করতে আপত্তি জানেয়েছে পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মাজার কমিটির সদস্যসহ অনেকে।

প্রায় ৭০০ বছরের ঐতিহ্য সিলেটের হযরত শাহপরান (রহঃ) মাজার শরিফের বাৎসরিক পবিত্র ওরস। খতমে কোরআন, দোয়া, জিকির, মিলাদ, গিলাফ চড়ানো, গরু জবেহ, ফাতেহা পাঠ ও শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণ করে শেষ হয় ওরস। এটাই ছিল শাহপরান (রহ.)-এর মাজারের ওরসের কার্যক্রম।

তবে এবার শিরনি বিতরণ করতে দেওয়া হচ্ছে না মাজার কর্তৃপক্ষকে। শিরনি বিতরণে মারামারি হয় তাই প্রশাসন নির্দেশে এবার শিরনি বিতরণ বন্ধ রাখা হয়েছে বলে জানান শাহপরান (রহ.)-এর মাজারের খাদেম আব্দুল আজিজ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হযরত শাহপরান (রহ.) মাজার ওরসকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওরসের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব-৯, সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, ইসলামিক ফাউন্ডেশন সিলেট, ইমাম সমিতি সিলেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, হযরত শাহ্পরান (রহ.) সিলেট মাজার কমিটির সদস্যবৃন্দ এবং হযরত শাহপরান (রহঃ) মাজারের মোতাওয়াল্লী ও খাদেমসহ বিভিন্ন সংস্থার সদস্য ও প্রতিনিধিসহ সমন্বয় সভাও করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সভা শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে মাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। তদারকি কমিটির সদ্যবৃন্দ পালাক্রমে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।

Manual3 Ad Code

হযরত শাহপরান (রহঃ) মাজার শরীফের বাৎসরিক পবিত্র ওরসের ৭০০ বছরের ইতিহাসে এর আগে করোনা মহামারির জন্য একবার শাহপরান (রহ.)-এর মাজারের শিরনি বিতরণ বন্ধ রাখা হলেও ভয়ে কখনো শিরনি বিতরণ বন্ধ রাখা হয়নি। তাই প্রশাসনের সর্বস্তরে নিরাপত্তা থাকবে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হলেও মারামারি ও মবের অজুহাত দিয়ে পবিত্র ওরসের শিরনি বিতরণ বন্ধ করা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করছে বলে মনে করেন সিলেট ঐতিহ্য রক্ষাকারী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এ ব্যাপারে শাহপরান (রহ.)-এর মাজারের খাদেম আব্দুল আজিজ বলেন, প্রশাসনের সবাইকে নিয়ে একটি সভা করা হয়। সেই সভায় আমাদেরকে বলা হয় শিরনি বিতরণে মারামারি হয় তাই এবার শিরনি বিতরণ করা যাবে না। কিন্তু বিগত সময় ওরসের নিরাপত্তায় কয়েকজন পুলিশ থাকলেও শিরনি বিতরণে কখনো মারামারি হয়নি। এখন সবাই বলে দেশের পরিস্থিতি ভাল না। তাই এসব মানতে হবে। আমাদের কিছু করার নেই। তারা যে সিদ্ধান্ত দিয়েছে আমরা মে নে নিয়েছি।

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া বলেন, বিগত কোনো সময়ই শাহপরান মাজারে শিরনি বিতরণ নিয়ে মারামারি হতে শুনিনি। এবার যদি মব বা মারামারির অজুহাতে শিরনি বিতরণ কার্যক্রম বন্ধ করা হয় তাহলে এটা খুবই অন্যায় একটা সিদ্ধান্ত। প্রশাসন ভূমিকা নিচ্ছে কিন্তু চোখ কান বন্ধ রেখে হাত পা গুটিয়ে। ওরসের শিরনিও এটাও একটি ঐতিহ্য। ধর্মীয় দিক ছাড়াও শিরনি বিতরণ আমাদের সংস্কৃতির অংশ। আমরা কোনো ভাবেই শিরনি বিতরণের বন্ধের পক্ষে না। যেহেতু প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে তাই প্রশাসনকেই এই নিরাপত্তা দিতে হবে। প্রশাসন যদি সর্বোচ্চ নিরাপত্তা দেয় তাহলেতো মাজারের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী সব কার্যক্রম করা সম্ভব। এই মাজারের ৭০০ বছরের কার্যক্রমতো আর এমনিতেই হচ্ছে না। এর মাধ্যমে এই মাজারের ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে। ৭০০ বছর ধরে যে ঐতিহ্য রক্ষা করা হচ্ছে এটা রক্ষার দায়িত্ব সরকারের জনগণের সবার।

Manual8 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন বলেন, আমরা মনে করি হযরত শাহজালাল, শাহপরান (রহ.) মাজারের ওরসের মূল বিষয়বস্তুর অন্যতম হলো শিরনি বিতরণ। এই শিরনি ধনী গরিব সবাই খান। বিশেষ করে যারা গরিব মানুষ তারা এখানে একবেলা বা দুইবেলার আহার পান। শিরনি বিতরণ বন্ধ করা অবশ্যই দুঃখজনক। প্রশাসনের এত নিরাপত্তার পরও নিরাপত্তার অজুহাত কিভাবে তোলা হয়।

Manual7 Ad Code

সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্টের প্রধান সমন্বয়কারী আব্দুল হাই আল হাদী বলেন, শাহপরান মাজারে ওরস ৭০০ বছরের ঐতিহ্য। আমি কখনো শুনিনি ওরসে শিরনি নিয়ে মারামারি হয়েছে। মারামারি হবে এই অজুহাতে ওরসে শিরনি বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দেওয়ার মত। এ বিষয়টিতে সিদ্ধান্ত আরও গুরুত্ব-সহকারে নেওয়া উচিত ছিল। এবং যেহেতু বলা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা প্রশাসন দিবে তাহলে শিরনি বিতরণ কেন করা যাবে না। মাজারের শিরনি নিয়ে মানুষের আবেগ জড়িত থাকে। অনেকে সারা বছর অপেক্ষা করেন ওরসের। কারণ অনেক মানুষ বিভিন্ন মানত করেও ওরসের শিরনি খান ও বিতরণ করেন। তাই ওরসে শিরনি বিতরণ না করার সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক না।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিমের মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।

Manual3 Ad Code

তবে পুলিশ কমিশনার দুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন, ‘পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অইসলামিক কোনো কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, হযরত শাহপরান (রহঃ) মাজার শরিফের বাৎসরিক ওরস নিয়ে আমার কাছে কেউ আসেনি। তাই আমি এই ব্যাপার নিয়ে বলতেও পারবো না। আইনশৃঙ্খলা রক্ষার্থে হয়তো এমন ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। যেটা করলে সমস্যা হতে পারে সেটা করতে দেওয়া ঠিক হবে না। আমি বিষয়টি জানি না। তবে যেহেতু এমন একটি সিদ্ধান্ত হয়েছে আলোচনা করেই হয়তো সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!