সিলেটের কথা ::: আগামী শনিবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ গাছ-পালার শাখা প্রশাখা কর্তন ও বিদ্যুৎবিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
এলাকাগুলো হচ্ছে, কাজীটুলা, মানিকপীরমাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশএলাকায়। কাজীজালালউদ্দিন স্কুল, নাইওরপুলপয়েন্ট,ওসমানিযাদুঘর, ধোপাদিঘীরউত্তরপার, অনাবিল, হোটেলঅনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়াপয়েন্ট, শাহীঈদগাহ ও আশপাশএলাকায় বালুচর, শান্তিবাগ আ/এ, সোনারবাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচরছড়ারপাড়, ফোকাস এবং এর আশাপাশ।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
Leave a Reply