সিলেটের কথা ::: সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে অবহেলিত রেখে সামাজিক উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। আমার নিজের প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক নারী কাজ করেন। জামায়াত নারীতে প্রকৃত অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতবদ্ধ। সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি রত্না বেগমের সভাপতিত্বে ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মোচ্ছা ফাহিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ-এর উপদেষ্টা কাপ্তান হোসেন, প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ ফখরুল ইসলাম শান্ত, সমন্বয়কারী রোকনে আলম চৌধুরী, বিভাগীয় সমন্বয়কারী সেলিম খান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন সুজন প্রমূখ। বিজ্ঞপ্তি
Leave a Reply