সিলেটের কথা ::: শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচালনা এডহক কমিটির পক্ষ থেকে শান্তিচক্র ব্লাড সোসাইটি এবং হ্রদপিন্ড সিলেট এর সৌজন্যে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগষ্ট ) বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ধারণ অনুষ্ঠিত হয়। এসময় ১৯৩ জন ছাত্র ছাত্রী এবং শিক্ষকের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন, পরিচালনা এডহক কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক বাবু গিবেশ চন্দ্র বিশ্বাস, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান মামুন, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাবিব উল্লাহ জায়গীরদার, মতিউর রহমান জায়গীরদার, আশফাক আহমদ সুজন, স্কুল পরিচালনা এডহক কমিটির শিক্কক প্রতিনিদি আজিজুল হক, স্বেচ্ছাসেবী সংস্থা হ্রদপিন্ড সিলেট এর আবু নাসের,সোহাগ ভুইয়া, শান্তিচক্র ব্লাড সোসাইটির পক্ষে রাহাত আহমদ, সায়েক আহমদ, সাকিল আহমদ, হাম্মাদ আহমদ, রায়হান উদ্দিন রিদয়,সাকিব আহমদ প্রমুখ । এসময় স্কুলের পক্ষে পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন শান্তিচক্র ব্লাড সোসাইটি ও হ্রদপিন্ড সিলেট কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন স্কুল আপনাদের কথা সবসময় স্বরন রাখবে।
Leave a Reply