গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬২ তম আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উদ্বোধনী ম্যাচে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন।
বিদ্যালয়ের শারিরীক শিক্ষক শাহজাহান সিরাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি ও ইউপি সদস্য ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী বদর উদ্দিন বদরুল, সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, মালেকা আক্তার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, আমির মিয়া কলেজ ছাত্রদলের সভাপতি জাবের আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের সিলেট জেলার স্বীকৃতি প্রাপ্ত রেফারি মনিরুজ্জামান রুবেল, সহকারি রেফারি আরিয়ান রনি ও সানোয়ার হোসাইন।
আয়োজিত এ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টে ৬ষষ্ট থেকে ১০ম শ্রেণির খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। আগামী বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন হবে।
Leave a Reply