সিলেটের কথা ::: রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটি ও সিলেট কসমোপলিটনের উদ্যোগে মেম্বারশিপ সেমিনার গত ২২ আগস্ট শুক্রবার সন্ধা ৭টায় সিলেট নগরীর নিউ হোটেল গ্র্যান্ড ভিউতে অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব গার্ডেন সিটি’র সভাপতি সাইফুল আলম এর সভাপতিত্বে তোফায়েল আহমদ এর সঞ্চালনায় মেম্বারশিপ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন পিডিজি আতাউর রহমান পীর পিএইচএফ.এমসি। প্রধান বক্তার বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি.এমডি আসাদুজ্জামান সায়েম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটানের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আসীম আহমদ, রোটারি ক্লাব অব গার্ডেন সিটি’র সদস্য রোটারিয়ান সাঈদ গোলাম রহমান, রোটারিয়ান ওহিদুর রহমান ওহিদ, রোটারিয়ান মোঃ তুফায়েল আহমেদ, রোটারিয়ান মোঃ নজমুল ইসলাম, রোটারিয়ান আব্দুল জালিল মল্লিক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুহেল, মাহমুদ চৌধুরী, রোটারিয়ান নিধু ভূষণ দাশ, রোটারিয়ান আব্দুর রশিদ, রোটারিয়ান অ্যাডভোকেট মোঃ সোহেল মিয়া, রোটারিয়ান সালাহ উদ্দিন আজিজ, রোটারিয়ান রতন দেব, রোটারিয়ান ফখরুজ্জামান রানা, রোটারিয়ান মোহাম্মদ ঈসা তালুকদার রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারী রোটারিয়ান শাহ মোঃ আলী হায়দার বিপ্লব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন মনজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট মনজুর আহমেদ খান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম বোরহান উদ্দিন, রোটারী ইনভকেশন পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মিন্টু রঞ্জন দে, রোটারিয়ান মোঃ রানা হাসান, রোটারিয়ান মোঃ শাখাওয়াত হোসেন, রোটারিয়ান মাহমুদুল হক রায়হান, রোটারিয়ান মোঃ ফয়সল খান, রোটারিয়ান সাঈফ আহমেদ জায়গীদার, রোটারিয়ান ডাঃ জাবের আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ওলীউর রহমান।
প্রধান অতিথি বলেন, আমার রোরিয়ান ক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রাখতে ও মানবসেবার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্লাবের প্রত্যেক সদস্যদের মধ্যে সমতা বিধান নিশ্চিত করতে হবে যাতে করে প্রত্যকটি কাজ গতিশীল ভাবে পরিচালিত হয়। তিনি আরোও বলেন, প্রত্যেকটি মাসিক সভায় সকল রোটারিয়াদের উপস্থিতি থাকতে হবে।
Leave a Reply