1. admin@sylheterkotha.com : admin :
September 4, 2025, 8:44 am
Title :
স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ডাচদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের আফগান ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নতুন আফটারশক আঘাত পর্তুগালে রেল দুর্ঘটনায় নিহত ১৫ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল সিগারেট খাওয়া কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ সাদাপাথর লুট: ‘প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার’ বিরুদ্ধে পূর্ণাঙ্গ অনুসন্ধানে দুদক বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ মৌলভীবাজারে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

হবিগঞ্জের অলিপুরে হাইওয়ে ও ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

  • Update Time : Sunday, August 24, 2025
  • 17 Time View

সিলেটের কথা ::: বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো হাইওয়ে ও ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ ক্যাম্প শিল্পকারখানা মালিক – শ্রমিক ও সহানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে বাস্তবে রূপ পেলো এই দুটি ক্যাম্প। একদিকে যানজট অপরদিকে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উৎকন্ঠায় থাকতেন এ এলাকায় মানুষ। দীর্ঘদিনের দাবী ছিল পুলিশ ক্যাম্প স্থাপনের। একই ছাদের নিচে দৃষ্টি নন্দন এ ক্যাম্প প্রতিষ্টার উদ্যোগ নেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম। তার ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র ৩৭ দিনের ব্যবধানে তৈরি হয়েছে অনিন্দ্য সুন্দর পুলিশ ক্যাম্প স্থাপনা।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টিলিজেন্স) হারুন-উর-রশিদ হাযারী। উদ্বোধন শেষে অনুষ্টিত হয় এক মতবিনিময় সভা। এসময় প্রধান অতিথির বক্তব্যে হারুন-উর-রশিদ হাযারী বলেন, এ অঞ্চল দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছ। এখানে সময়ের ব্যবধানে গড়ে উঠছে বৃহৎ শিল্পাঞ্চল। আমরা আশা করছি কর্মরত শ্রমিকদের নিরাপত্তা সহ যে কোন প্রয়োজনে পাশে থাকা দ্রুত সম্ভব হবে এই ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে। এছাড়া অলিপুরে পরিবহন কেন্দ্রিক যানজট নিত্যদিনের ঘটনা। সেকারনে কর্মঘন্টা নষ্টসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হন এখানকার স্থাণীয় অধিবাসীদের মতো মহাসড়কে যাতায়াত আন্ত:জেলা পরিবহনের যাত্রীরা। এখন এই সমস্যা নিরসনে সেবা দেয়ার পথ সুগম হলো হাইওয়ে পুলিশের।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো: রেজাউল করিম বলেন, আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃংখল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। এই স্থাপন দুইটি স্থাপনে জনসাধারন, শিল্প প্রতিষ্টানের সংশ্লিষ্ট, পরিবহন শ্রমিক সর্বমহলের সহযোগিতা পেয়েছি বলেই ওই স্থাপনা আজ দৃশ্যমান।

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মীর মোদ্দাছ্ছের হোসেন (অপারেশন্স-পূর্ব), হবিগঞ্জে পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেল নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস, প্রাণআর এফএল এর জেনারেল ম্যানেজার লেঃ কর্ণেল (অবঃ) শেখ জালাল।

এছাড়াও উপস্থিত ও বক্তব্য প্রদান করেন শাহজীবাজার আর্মি ক্যাম্প ক্যাপ্টেন মো: ইমাম হোসেন, হাইওয়ে পুলিশ শায়েস্তগঞ্জ সার্কেল হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, হাইওয়ের পুলিশ সিলেট সার্কেল এর সহকারী পুলিশ সুপার মির্জা মোহাম্মদ সাইজুদ্দিন, এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, শায়েস্তগঞ্জ হাাইওয়ে থানা অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, তামাবিল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপল কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হোসেন রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ।

পুলিশ ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্যাম্প স্থাপন এই শিল্পাঞ্চলের জন্য এক ঐতিহাসিক অধ্যায়। দেশের অন্যতম শিল্প এলাকা হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুর। এ উপজেলার ব্রামণডুরা ইউনিয়নে অলিপুর এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি ইউনিটের চাহিদা ছিল দীর্ঘ দিনের। অবশেষে উপজেলার অলিপুর বাসীর প্রাণের দাবি পূরণ হয়েছে। তারা এসময় এই পুলিশ ক্যাম্প স্থাপনে যারা সহযোগীতা করেছেন ও ভূমিকা রেখেছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর দূরদর্শী পরিকল্পনায় এই দুটি পুলিশ ক্যাম্প স্থাপন দ্রুত সম্ভব হয়েছে বলে জানান উপস্থিত লোকজন।

তাদের মতে এই ক্যাম্প স্থানীয় শিল্প প্রতিষ্টানে কর্মরত প্রায় অর্ধ লক্ষাধিক নারী ও পুরুষ শ্রমিকের নিরাপত্তা সহ ভূমিকার রাখবে অলিপুর বিদ্যমান নিয়মিত যানজট, সড়ক দুর্ঘটনা এবং চুরি ছিনতাই রোধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews