সিলেটের কথা ::: সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মহারাজ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং ইসকনের পক্ষ থেকে পরিবেশ রক্ষা, মানবসেবা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “আমার পদার্পণ সব জায়গায় থাকবে। উন্নয়ন, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য আমি সর্বদা প্রস্তুত।”
সাক্ষাৎতে উপস্থিত ছিলেন, ইসকন সিলেট মন্দিরের আইন বিভাগের পরিচালক নিধি কৃষ্ণ দাস, যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, অভিষেক মাধব দাস ব্রহ্মচারী, লীলা মূর্তি দাস ব্রহ্মচারী ভক্তবৃন্দ প্রমুখ।
ইসকন সিলেটের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে সিলেটে আগমনের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং তার কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
Leave a Reply