সিলেটের কথা ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী প্রস্তুতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ২টায় দক্ষিণ সুরমা উপজেলার মডেল মাদ্রাসা মিলনায়তনে তিন অধিবেশনের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্যায়ক্রমে ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খিজির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও বালাগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মান্নান। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদীর এবং জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সহ-সভাপতি কে এম তাহমীদ হাসান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা দক্ষিণ-এর সভাপতি মুফতি মুজিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে জমিয়তের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ও ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান, মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা আবদুল মালিক কাসেমী, জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা কারী মুখতার আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগীর, জেলা দক্ষিণ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, জেলা উত্তর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবীর আহমদ, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা ফয়সল আহমদ, যুবনেতা মাওলানা এমাদ উদ্দিন সালিম, জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, জেলা উত্তর ছাত্র জমিয়তের সহ-সভাপতি লুকমান হাকিম, জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, মাওলানা এনামুল হক, মাওলানা আবদুল ওয়াহিদ, মাওলানা সাইফুল হক, মাওলানা আবদুর রহমান রহমানী, হাফিজ নাঈম, শফিউল আলম তুহিন, শেখ আবদুল্লাহ উসামা, শায়খুল ইসলাম ও তোফায়েল আহমদ মাহের প্রমুখ।
এছাড়াও জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা বিপুলভাবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন, সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ চায়। সেই নেতৃত্বের ঠিকানা হলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আসন্ন নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে হক ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
তারা আরও বলেন, রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়; রাজনীতি মানে জনগণের সেবা, ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ রক্ষা করা। তাই প্রতিটি কর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মাওলানা খিজির আহমদকে সভাপতি এবং মাওলানা শরীফ আহমদ শাহানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট সিলেট-৩ আসন জমিয়তের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বক্তারা সততা, আমানতদারি ও সাহসিকতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান।বিজ্ঞপ্তি।
Leave a Reply