1. admin@sylheterkotha.com : admin :
September 7, 2025, 11:06 pm
Title :
জমিয়ত নেতা হত্যাকারীদের বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ অসুস্থ যুবদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন জৈন্তাপুরে বিজিবির ভয় দেখিয়ে পর্যটকদের সর্বস্বলুট, গ্রেফতার ৪ ওমানে নিহত প্রবাসী আব্বাস উদ্দিনের মরদেহ ২৫ দিন পর দেশে ফিরেছে ডায়াবেটিক সেবা দিবসে-অধ্যাপক ডাঃ শিব্বির আহমদ শিবলী কোম্পাবীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ জালালাবাদ গ্যাস অফিসে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সিলেটে গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট এর ৮ লক্ষ টাকার রিক্সা, হুইলচেয়ার ও ঠেলাগাড়ি বিতরণ মোগলগাঁও ইউপির বানাগাঁও বাজারে টিউবওয়েল উদ্বোধন ও কান্দিগাঁওয়ে মতবিনিময় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে-দেওয়ান বাজারে খান জামাল

তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে আমরা বদ্ধপরিকর : কয়েস লোদী

  • Update Time : Saturday, August 23, 2025
  • 19 Time View

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার বিএনপি এবং দেশের সাধারণ মানুষ। ওই সময়কালে হাজারো নেতা-কর্মী গুম, খুন ও কারাবরণের শিকার হয়েছেন। আমি নিজেও আন্দোলনের মাঠে থেকে কারা নির্যাতনের সম্মুখীন হয়েছি। কিন্তু, আমরা পিছপা হইনি। তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিসহ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাস্টিট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি।
তিনি শনিবার (২৩ আগস্ট) ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা রোডম্যাপই ভবিষ্যতের মুক্ত, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথনির্দেশনা। তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছি। বিএনপি সংগঠনকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছি।
সভায় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম মো. চৌধুরী রুস্তম, শেখ নুরুল মুক্তাকিন, মহানগর বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শাফিয়া খাতুন মনি, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, দাড়িয়া পাড়া আঞ্চলিক কমিটির সভাপতি কালিপদ সূত্রধর, সাধারণ সম্পাদক চমক দে পল্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাছুম রাজ্জাক রুমেল, মির্জাজাঙ্গাল আঞ্চলিক কমিটির সাংগঠনিক হিরণ দেব, যুগ্ম সম্পাদক আদনান আহমেদ, শেত্রিপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, কাজি ইলিয়াস কমিটির সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক রাহী আহমেদ রিপু, সাংগঠনিক রিয়াজুল ইসলাম সুহেল, পুরাতন মেডিকেল কমিটির সাংগঠনিক রতন আচার্য্য রবিন, মির্জাজাঙ্গাল আঞ্চলিক কমিটির সভাপতি বিরেশ মল্লিক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মল্লিক, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল, ২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আদনান, ইবনে জাহান তানভীর প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews