1. admin@sylheterkotha.com : admin :
September 7, 2025, 5:55 am
Title :
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে-দেওয়ান বাজারে খান জামাল সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের ২ জনের কারাদণ্ড সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে হবে: বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও বিভাগীয় জেলা শাখার কাউন্সিল সম্পন্ন দেশকে সঠিক দিশায় নিয়ে যেতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী পিআর পদ্ধতিতে নির্বাচন, না হয় গণআন্দোলন: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৫ সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আসা অর্ধ শতাধিক মহিষ আটক জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট শাহজালাল (রহ.) দরগাহ থেকে বের হল জশনে জুলুস

গোয়াইনঘাটে দীর্ঘ দুই যুগের পর যুবদলের কর্মী সম্মেলন অনুষ্টিত

  • Update Time : Friday, August 22, 2025
  • 17 Time View

গোয়াইনঘাট ::: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ গোয়াইনঘাট উপজেলা যুবদলের কমিটি গঠনে লক্ষে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গনে গোয়াইনঘাট উপজেলা যুব দলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি কবির উদ্দিন, মির্জা জাহেদ,ডিএইচ খান মিশু,আবু হানিফ,সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মঈনুল ইসলাম, জুয়েল আহমদ জুবেদ,মালেক বকস, সল্টিবদাস,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সম্পাদক জিএম শফিক, সেলিম আহমদ সেলু,এনামুল হক শামীম, আনোয়ার হোসেন রাজু,মহানগর জলবায়ু বিষয়ক সম্পাদক, মিনহাজ আহমেদ মিনার, জেলা সদস্য বেলাল আহমেদ বিপিদেব শুভ, মাসুক আহমেদ, জেলা সদস্য, আব্দুল বাছিত, গোয়াইনঘাট উপজেলা যুবদলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জাহাঙ্গীর আলম,এখলাছুর রহমান,মাসুক আহমদ, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন,এম এ মন্নান, ফখরুল ইসলাম, আবু হানিফ, আব্দুল মান্নান,মিজানুর রহমান হেলোয়ার, আবু কালাম,আব্দুল লতিফ, ছালেহ,রেদোয়ান রাজু,আলিম উদ্দিন, কয়েস আহমদ, ওয়ারিছ উদ্দিন, প্রমুখ। কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।কর্মী সভায় বক্তারা বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এজন্য যুবদলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে।
আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। একজন রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থক হিসেবে আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করে জনগণের আস্থা অর্জনে যুবদলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রায় দুই যুগ পর গোয়াইনঘাটে অনুষ্ঠিত কর্মীসভা উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ মিছিল সমাবেশে অংশ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews