সিলেটের কথা ::: আগামীকাল শনিবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইসকন সিলেট মন্দির সূত্রে জানা যায়, কর্মসূচির সূচনা হবে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জন্মাষ্টমীর শুভ অধিবাসের মধ্য দিয়ে। মূল কর্মসূচি, শনিবার সকাল ৯টায় শোভাযাত্রা নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দির থেকে শুরু হয়ে রিকাবীবাজার-মির্জাজাঙ্গাল-জিন্দাবাজার-নাইওরপুল-বন্দর-তালতলা-মির্জাজাঙ্গাল-রিকাবীবাজার ঘুরে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হবে। শোভাযাত্রার পর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কীর্তনমেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাঅভিষেক অনুষ্ঠান ও অনুকল্প প্রসাদ বিতরণ করা হবে। রোববার (১৭ আগস্ট) শেষদিনে নন্দোৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৯তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব পালন করা হবে। এদিন দুপুর পর্যন্ত উপবাস থাকবে ভক্তরা। সকাল ১১টায় অভিষেক অনুষ্ঠান, দুপুর ১টায় মহিমা কীর্তন, দুপুর ১টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের চরণকমলে সহস্র লাল গোলাপ নিবেদন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় অফারিং লেটার পাঠ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭টায় শ্রীল প্রভুপাদ কথামৃত ও নাটক, রাত ৮টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৩ পাউন্ড ওজনের কেক নিবেদন এবং রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৈদিক শাস্ত্রমতে, আসুরিক শক্তির প্রভাবে পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই দিনে আবির্ভূত হয়েছিলেন। ভক্তরা এই দিবসটি ‘শুভ জন্মাষ্টমী’ হিসেবে পালন করে থাকেন।
Leave a Reply