1. admin@sylheterkotha.com : admin :
September 10, 2025, 3:01 am
Title :
ফ্রান্স বিএনপি’র নেতা শামীমকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা সিলেটের কিনব্রিজে হকার বসতে দেবো না, মোটর সাইকেলও উঠতে দেবো না: ডিসি সারওয়ার জেলা প্রশাসকের সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির শুভেচ্ছা বিনিময় সিলেট জেলা মহিলা দলের আলোচনা সভা ও র‌্যালি ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আরও ১০ হাজার ঘনফুট পাথর জব্দ সাংবাদিক সুরক্ষা আইন করে যাব : তথ্য উপদেষ্টা নেপালে জেন জি বিক্ষোভে নিহত বেড়ে ২০, আহত ২৫০ বড়লেখায় অটোরিকশা চুরি করে পালানোর সময় আটক ২: গণপিটুনিতে একজনের মৃত্যু যুক্তরাজ্য যুবদল নেতা জুয়েল বক্স মনিকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা গোয়াইনঘাট সীমান্তে ৪ দিনে ৭ কোটির চোরাচালান পণ্য জব্দ

নগরীর ৩১ ও ৩২নং ওয়ার্ডের ভাঙা রাস্তা পরিদর্শন

  • Update Time : Thursday, August 14, 2025
  • 54 Time View

সিলেটের কথা ::: সিলেট নগরীর আওতাধিন ৩১ ও ৩২নং ওয়ার্ডের বোরহান উদ্দিন সড়কের বেহাল দশা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মহানগর আমীরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বোরহান উদ্দিন সড়ক পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন। সিটি কর্পোরেশনের আওতাধিন সিলেট নগরী থেকে কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি রাস্তার এমন দশায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তা সংস্কার শেষ করার জন্য সিলেট সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

এসময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানার জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সিসিকের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদ, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসেন ও ৩১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আশরাফুজ্জামান। এছাড়া এসময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নগরীর বোরহান উদ্দিন সড়কটি খানা খন্দকে ভরা। পুরোপুরি বিধ্বস্ত হওয়ায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। অসুস্থ মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিয়ে এই সড়কে চলা দায় হয়ে দাঁড়িয়েছে। অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার শত শত যানবাহনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। নগরীর টিলাগড়, মেন্দিবাগ, মুরাদপুর, কুশিঘাট এলাকার রাস্তার অবস্থা দেখে মনে হবে এই নগরে কোন অভিভাবক নেই। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করার জন্য সিলেট সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!