গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্টে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে সিলেট জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে থানাপুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এতে লুট করা পাথরবোঝাই ট্রাক জব্দ করে দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
এলাকাবাসী সঙ্গে কথা বললে জানাযায়, গত বছরের ৫ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় প্রকাশ্যে বালু-পাথর লুটের ঘটনা ঘটে। লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা হলেও অদৃশ্য কারণে সেই মামলা এখন পর্যন্ত আলোর মুখ দেখে নি।
তবে এই মামলায় বিএনপি নেতা জাফলংয়ের শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরান পাথর লুটের সাথে অভিযুক্ত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলংয়ের বালু-পাথর লুট নিয়ে স্থানীয় সাংবাদিকদের গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন ও সতর্কতার পর প্রশাসন এই উদ্যোগ নেয়।
এর আগে বুধবার বল্লাঘাট পিকনিক সেন্টারে পাথর রক্ষায় শ্রমিক-ব্যবসায়ীদের সমন্বয়ে সভা হয়। এতে সভাপতিত্ব করেন বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক।
সভায় বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি সবেদ মিয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহ সমিতির আহ্বায়ক আইয়ুব আলীসহ নেতৃবৃন্দ।
প্রশাসন জানায় , পাথর লুট রোধে যৌথবাহিনী চব্বিশ ঘণ্টা পাহারায় থাকবে। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে লুট হওয়া পাথর সস্থানে প্রতিস্থাপনের জন্য অভিযান চলছে। প্রয়োজনে রাতভর অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply