সিলেটের কথা ::: সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মুহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক কাজ। হুইলচেয়ার বিতরণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীরা সমাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়।
তিনি বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করছে এবং বেকারত্ব দূরিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ধরণের কার্যক্রম অত্যন্ত প্রসংসনীয়। এ ধরণের কার্যক্রম সমাজের অবহেলিত মানুষকে এগিয়ে নিয়ে যাবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন এই ধরনের জনহিতকর কাজে এগিয়ে আসলে শারীরিক প্রতিবন্ধীরা আরো উপকৃত হবেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে শারীরিক প্রতিবন্ধী ও দূর্ঘটনায় আহতদের মাঝে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন জাকারিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া কমিটির সদস্য ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র সদস্য মো. শাহজাহান আলী, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল আমিন, ফিনান্স অফিসার মো. নূর আলম প্রমুখ।
উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ও দূর্ঘটনায় পঙ্গুত্বদের মাঝে সারাদেশে ৫০০ টি হুইল ও ৫০০ ওয়াকিং স্টিক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলে ১৪৮টি হুইল চেয়ার ও ৮০টি ওয়াকিং স্টিক বিতরণ শুরু হয়েছে। বুধবার শহরতলী ও সিটি কর্পোরেশন এলাকায় ৪৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়। বৃহস্পতিবার গোলাপগঞ্জ এলাকায় ১০০টি হুইল চেয়ার ও ৮০টি ওয়াকিং স্টিক বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি
Leave a Reply