গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের জাফলংয়ের জিরোপয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে বল্লাঘাট বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারে শ্রমিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বল্লাঘাট বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি সবেদ মিয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহ সমিতির আহ্বায়ক আইয়ুব আলীসহ শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জাফলং দেশ-বিদেশের মধ্যে একটি পরিচিত স্থান। একটি চক্র জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করে এই সৌন্দর্যকে ধ্বংস করে জাফলংয়ের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। আমরা থাকতে কোনভাবেই জাফলংয়ের সৌন্দর্য ও সম্মান নস্ট করতে দেওয়া হবে না।
এ সময় বক্তারা আরও বলেন, গেল কয়েকদিনে সাদা পাথরের বর্তমান অবস্থার ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের অবস্থা করুণ হয়ে পড়েছে। তাই কোনভাবেই আমরা আমাদের সম্পদ জাফলংকে ধ্বংস করতে দিবো না। প্রয়োজনে আমরা সকলে সম্মিলিত ভাবে উদ্যোগ গ্রহণ করে জাফলংয়ের জিরো পয়েন্টের পাথর রক্ষা করার ঘোষণা দিয়ে অসহায় শ্রমিক ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে পুণরায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
Leave a Reply