1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 18, 2025, 12:29 am
Title :
সাজা ভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি মহান বিজয় দিবসে সিলেট ষ্টেশন ক্লাবের বিভিন্ন কর্মসূচী পালন তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা সিলেটে আ.লীগের সভাপতি তারা মিয়া গ্রেফতার জমকালো আয়োজনে সম্পন্ন হলো ৮ম ইএসডি ফাউন্ডেশন শীতকালীন পিঠা উৎসব ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি, দয়া করে কেউ লন্ডন এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২ মহান বিজয় দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ : ড. ইউনূস

  • Update Time : Wednesday, August 13, 2025
  • 184 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গণতন্ত্রকে শক্তিশালী করা এবং দেশের ক্ষমতা তার প্রকৃত মালিক জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবে।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)-এর মিলনায়তনে অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

Manual5 Ad Code

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণকালে তিনি বলেন, ‘এটি আমার জন্য এক বিশাল সম্মান এবং একটি চমৎকার অনুষ্ঠান।’ তিনি বাংলাদেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করে একটি স্থিতিশীল ও প্রগতিশীল সমাজ গড়ার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি এমন বিশ্ব গড়ে তোলা, যেখানে সবাই মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে বাস করবে এবং বৈষম্য ও ভয়ভীতি থেকে মুক্ত থাকবে।’

এই সম্মাননা তিনি দেশের জনগণের পক্ষে গ্রহণ করছেন বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি তরুণদের স্বপ্ন পূরণের জন্য নিজেদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘গত বছর বাংলাদেশের তরুণরা সাহসিকতার সঙ্গে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থান দেশের জাতীয় পরিচয়ে নতুন অর্থ যোগ করেছে এবং দেশের ভবিষ্যতের জন্য নতুন আশা সৃষ্টি করেছে।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আজ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে আছি, যেখানে শাসন হবে ন্যায়ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অধ্যাপক ইউনূস সরকারের কাছে দেশের উন্নয়নে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, উদ্যোক্তা সহায়তা বৃদ্ধি, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা মূল চ্যালেঞ্জ।

Manual2 Ad Code

ডিগ্রি গ্রহণের পর ইউকেএম ও ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার নেটওয়ার্কের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে তার এক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অতিথি বইতে অধ্যাপক ইউনূস স্বাক্ষর করেন এবং নেগেরি সেমবিলানের রাজা ও ইউকেএমের চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করেন।

Manual1 Ad Code

বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!