সিলেটের কথা ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, বৃক্ষ না থাকলে জীবনও থাকবে না। আমাদের জীবন-জীবিকার জন্য বৃক্ষের বিকল্প নেই। কংক্রিট ও বৃক্ষের যে সমন্বয়, সেটাই হবে শিক্ষার সমন্বয়। বৃক্ষ মানেই জীবন, বৃক্ষ মানেই অক্সিজেন, বৃক্ষ মানেই ছায়া। তাই নিজের দায়বদ্ধতা থেকে যদি সবাই একটি করে গাছ লাগাই, আমাদের উত্তরসূরিদের জন্য সেটাই হবে আমাদের রেখে যাওয়া সম্পদ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সিলেট বিভাগের সাতটি শাখার যৌথ উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের সেবামূলক কাজের প্রশংসা করে তিনি বলেন, তাদের নিয়মতান্ত্রিক ব্যাংকিং সেবার বাইরে এসে সবুজ বনায়নের মাধ্যমে যে সামাজিক সেবা দিচ্ছে, তা অনুসরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্টেট অফিসার অধ্যাপক ড. আবুল হাসনাত, ডেপুটি কন্ট্রোলার মখলিছুর রহমান পারভেজ প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেটের জোনাল হেড ও সিলেট শাখার ইভিপি ও ম্যানেজার মো. তোফায়েল ইয়াকুব। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দরগাহগেইট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. খুরশীদ আলম, মৌলভীবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. মদব্বির আহমেদ, সুবিদবাজার শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার এ. কে. রেজা আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. মাহবুবুর রহমান, গোয়ালাবাজার শাখার এফএভিপি ও ম্যানেজার মো. সিরাজউদ্দিন তপাদার, হবিগঞ্জ শাখার এফএভিপি ও ম্যানেজার মো. কায়েস উদ্দিন চৌধুরী, সিলেট শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. আবু সাইদ, দরগাহগেইট শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এবং হবিগঞ্জ শাখার অফিসার নিয়াজ আরেফিন তালুকদার প্রমুখ।
শাহজালাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। প্রতিবছরের মতো এবছরও সিলেট বিভাগের সব শাখা মিলে একসাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা ও সবুজ বিপ্লবের অংশীদার হওয়ার আকাঙ্ক্ষা এবং একইসাথে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিবছর এ ধরনের সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে। ইতিমধ্যে সিলেটের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বিজ্ঞপ্তি
Leave a Reply