সিলেটের কথা ::: সিলেট বিভাগসহ সারাদেশে পরিবহন মালিকদের ডাকা ৭২ ঘণ্টার বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেটসহ দেশব্যাপী ৭২ ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সরকারের আয়োজিত বৈঠকে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৈঠকে পরিবহন মালিকদের ৮ দফা দাবি নিয়ে আলোচনা হয় এবং সমাধানের জন্য সরকার পক্ষ থেকে প্রক্রিয়া শুরুর আশ্বাস দেওয়া হয়।
জানা যায়, বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেটসহ দেশব্যাপী ৭২ ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ৮ দফা দাবী হলো- বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণ, যানবাহনের বর্ধিত আয়ুষ্কালের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন বাতিল না করা,নতুন যানবাহনের নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা দূর করা,পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রাফিক আইন সংস্কার,টার্মিনাল সুবিধা উন্নয়ন,সড়কে পুলিশের হয়রানি বন্ধ,জরিমানা ও মামলা প্রক্রিয়া সহজীকরণ ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে স্থায়ী বোর্ড গঠন। দ্রুততম সময়ের মধ্যে আমাদের যৌক্তিক দাবীসমূহ পূরণ না হলে- আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে টানা ৭২ ঘণ্টার কর্মবিরতি, যার আওতায় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সবধরনের পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘সারাদেশে পরিবহন মালিকদের দাবিগুলো নিয়ে সরকার আন্তরিকভাবে আলোচনা করেছে এবং বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে। রবিবারের আলোচনা সভায় তারা বলেন, ক্রমান্বয়ে পরিবহণ শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হবে। এ কারণেই ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
Leave a Reply