সিলেটের কথা ::: জুলাই অভ্যুত্থানের ঘটনায় সিলেটে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত দ্রুত এগোচ্ছে। বিভাগের চার জেলার ১৭টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, যেগুলোর মধ্যে আগস্ট মাসেই চার্জশিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু মামলার ক্ষেত্রে এখনও ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছে তদন্তকারী সংস্থাগুলো। এর পাশাপাশি অত্যন্ত স্পর্শকাতর কয়েকটি মামলা ডিবি ও সিআইডির তত্ত্বাবধানে চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে সিলেটের ১৪ জন শহীদ হন। শহীদ ছাড়াও হামলা, আহত ও নাশকতার ঘটনায় পৃথকভাবে মামলা হয়। এসব মামলার মধ্যে হত্যা মামলাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। গোলাপগঞ্জে ছয়জন শহীদ হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে দুটি আগস্টেই চার্জশিট হতে পারে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা বলেন, এসএমপির ছয় থানায় মোট ১০৩টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচ-ছয়টি মামলার তদন্ত অনেকটা এগিয়ে গেছে এবং যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে। বাকিগুলোর তদন্তও দ্রুতগতিতে চলছে। তিনি জানান, সাংবাদিক তুরাব হত্যা মামলাটি বহুল আলোচিত এবং বর্তমানে মামলাটি পিবিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে।
সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, গোলাপগঞ্জে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, যা আগস্টেই চার্জশিট আকারে আদালতে উপস্থাপন করার চেষ্টা চলছে। তিনি বলেন, বেশিরভাগ মামলাই অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সদর দপ্তরের বিশেষ সেলের মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ জানান, জেলায় জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলা রয়েছে ছয়টি। এর মধ্যে দুটি মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে। একটি মামলা ডিবিতে এবং অপর দুটি সিআইডির অধিকতর তদন্তে রয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, জেলায় চারটি হত্যাসহ মোট ১৭টি মামলা হয়েছে, যার মধ্যে তিনটির তদন্ত প্রায় শেষ এবং দ্রুত চার্জশিট দেওয়া হবে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা জানান, জেলায় জুলাই অভ্যুত্থানে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। তবে হত্যা চেষ্টা, হামলা ও নাশকতার ১৬টি মামলা হয়েছে। সবগুলোর তদন্ত এগোলেও পাঁচটি মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।
তথ্যমতে, সিলেট জেলা ও মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে মোট ১৩৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি হত্যা মামলা এবং ১২০টি বিস্ফোরক ও হামলার মামলা। শুধুমাত্র সিলেট জেলাতেই আসামির সংখ্যা সাড়ে নয় হাজারের বেশি, যার মধ্যে এজাহারনামীয় দুই হাজার ৩২১ জন এবং অজ্ঞাত সাত হাজার ১৮৫ জন। পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করেছে ১০২ জনকে। এর মধ্যে পাঁচটি মামলার বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।
Leave a Reply