সিলেটের কথা :::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ আগস্ট) কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।
ইসি সূত্র জানায়, এবার বাড়ি বাড়ি গিয়ে ৬০ লাখের বেশি ভোটারের তথ্য সংগ্রহে মৃত এবং নতুন ভোটার তালিকার হালনাগাদে ৪৪ লাখের মতো ভোটার নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে। সম্পূরক এই তালিকা থেকে দাবি আপত্তি শেষে এই তালিকা চূড়ান্ত হবে ৩১ আগস্ট। পরবর্তীকালে তফসিলের এক মাস আগে ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
সবশেষ তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখের বেশি। একইসঙ্গে আজই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপিলের শেষ সময়।
এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত ওই খসড়া তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বান করা হয়। এছাড়া দেশীয় পর্যবেক্ষকদের নিন্ধনের আবেদনের শেষ সময় আজ।
Leave a Reply