সিলেটের কথা ::: আন্তর্জাতিক উশু ফেডারেশন এর নির্দেশনায় ‘উশু : সম্প্রীতি, স্বাস্থ্য ও সুখ’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সিলেটে বিশ্ব উশু কুংফু দিবস পালন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ উশু ফেডারেশন এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা, চাইনিজ উশু ফাইটার স্কুল ও সিলেট চাইনিজ মার্শাল আর্ট একাডেমির সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে এ দিবন পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুবহানিঘাট কাঁচা বাজার হয়ে ফের ক্রীড়া কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে একটি উশু ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরের ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় সিলেট জেলা উশু দলের খেলোয়াড়গণ ভালো ফলাফল অর্জন করায় তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মূলত এই দিনটি চীনা মার্শাল আর্ট ‘উশু’-এর চর্চা ও বিশ্বব্যাপী প্রসারের জন্য উৎসর্গ করা হয়েছে। এই দিনটি পালনের মাধ্যমে সকলকে উশু শিখতে, উপভোগ করতে এবং তাদের জীবনের অংশ হিসেবে এটি গ্রহণ করতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডাব্লিউসি, পিএসসি, জি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত আইজিপি মো: রেজাউল করিম, পিপিএম-সেবা, বিভাগীয় কমিশনার, সিলেট এর প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার উম্মে ছালিক রুমাইয়া, পুলিশ সুপার, সিলেট এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) রফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান-পিএসসি, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন, সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজিব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহাদাত হোসেন, ৩৪ বীর এর টুআইসি মেজর রাজীব, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও ওয়াহিদ উমায়ের, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, শাহজাহান আলী, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, রাহাত শামস ও মো: মোকাম্মেল হক, সিলেট প্রেসক্লাব এর সভাপতি ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আন্তর্জাতিক উশু কোচ মো: আনোয়ার হোসেন, কারাতে কোচ সেনসি মাসুদ রানা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল উশু খেলোয়াড় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Leave a Reply